পয়েন্ট সমূহ
(লোড হচ্ছে...)
রচনা স্টোর (rochonastore.blogspot.com) বাংলা রচনার একটি জনপ্রিয় ওয়েবসাইট। এখানে বাংলাদেশের বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসা এবং বাংলা ২য় পত্রের নির্মিতি অংশের বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক (যেমনঃ রচনা, ভাব-সম্প্রসারণ ইত্যাদি) লিখে প্রকাশ করা হয়। এখানে প্রকাশিত রচনা ও অন্যান্য কন্টেন্ট ক্লাস ৯-১০ এবং ক্লাস ১১-১২ এর জন্য উপযোগী। তবে ছোট ক্লাসের শিক্ষার্থীরা ইচ্ছা করলেই ওয়েবসাইট থেকে সাহায্য নিয়ে নিজেদের মত নোট করে নিতে পারবে। বর্তমানে বাংলা কন্টেন্টের পাশাপাশি ইংরেজি প্যারাগ্রাফ, কম্পোজিশন এবং স্টোরিও প্রকাশ করা হচ্ছে।
আমরা যারা এখানে কাজ করি
নতুন করে কিছু বলার নেই। হোম পেজ থেকেই দেখে নিন।যেভাবে শুরু হয় ওয়েবসাইটটি
লেখক মোঃ বায়েজিদ হাসান আশিক তার রচনা নোটটি অনলাইনে সেভ করে রাখার জন্য শখের বসে একটি ওয়েবসাইট খুলে ফেলে। তার অনেক সহপাঠী প্রায়ই তার কাছে নোট চাইতো, যা ফেরত দেওয়ার সময় অনেকেই গাফিলতি করতো। তাই সে ভাবল যদি একটি ওয়েবসাইটে সবগুলো জিনিস একত্রিত করে রাখা যায়, তবে সবাই সহজেই তা থেকে সুবিধা ভোগ করতে পারে। শুধু সহপাঠীরা নয়, বরং ইন্টারনেট চালাতে পারে এমন যে কেউই এর থেকে সাহায্য নিতে পারবে। মূলত এই ভাবনা থেকেই আমাদের এই সাইটের যাত্রা শুরু।প্রথমে ওয়ার্ডপ্রেস দিয়ে 000webhost এ ফ্রি হোস্টিং এবং rochonastore.tk ফ্রি ডোমেইন দিয়ে ২০১৮ সালের ২৭ শে ডিসেম্বর শুরু হয় আমাদের ছোট্ট ওয়েবসাইট। আমি, মোঃ সারোয়ার জাহান সাবিত, সাইটটির ডিডাইন করি এবং লেখক আশিক ২/১ দিন পর পর একটি-দুটি করে রচনা লিখতে থাকে। একসময় সাইটটিতে প্রতিদিন ২০০-৩০০ ভিজিটর আসতে শুরু করে এবং এতে ফ্রি হোস্টিং এর উপর ভর দিয়ে চলা সাইটটি অনেক স্লো হয়ে যায়। অনেক সময় কয়েক ঘন্টার জন্য সাইটটি বন্ধও (Downtime) হয়ে থাকতো।
এ অবস্থার কথা টেকএসএমএসবিডি (techsmsbd.com) এর সিস্টেম এডমিনিস্ট্রেটর Sakib Mahmud কে অবহিত করলে সে জানায় তার কাছে একটি ওয়েব হোস্টিং আছে যা আমরা ইচ্ছা করলে ব্যবহার করতে পারব। তখন সেখানে আবার সাইটের কাজ শুরু করলাম। এবার সাইটের স্পিড কিছুটা বাড়ল এবং ভিজিটরও বাড়তে থাকল। ওয়েবসাইটে চ্যাট উইজেট যোগ করা হলো। কমেন্টে এবং চ্যাট উইজেটে ভালো রিভিউ আসতে থাকলো। মনে হচ্ছিলো এবার একটা টপ লেভেল ডোমেইন দরকার আমাদের। তখন ডোমেইন পাল্টে rochonastore.tk থেকে rochonastore.com করা হলো।
এর কয়েকমাস পরে সেই নতুন হোস্টিংটিতে একবার সমস্যার কারণে টানা ২-৩ দিন ওয়েবসাইটটি বন্ধ হবার পর আমরা সাইটটিকে ব্লগারে (blogger.com) এ স্থানান্তর করি। এসব কারণে আমরা গুগল সার্চ র্যাংকিং এ অনেকখানি পিছিয়ে পড়ি, যদিও পরবর্তীতে কিছুটা কাটিয়ে উঠা সম্ভব হয়েছিলো।
বর্তমানে ওয়েবসাইট থেকে কোনো আয় নেই বলে আমাদের ডোমেইনটি রিনিউ করা গেল না এবং Blogger এর দেওয়া সাবডোমেইন rochonastore.blogspot.com এই ফিরিয়ে আনতে হয়েছে।